সৌদি প্রিন্সের সোনার গাড়ি…!!
সম্প্রতি ব্রিটেনে গিয়ে তিনি তার সোনার গাড়িটি চালিয়েছেন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একটি সোনার গাড়িতে বন্ধুদের সাথে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সৌদি প্রিন্স তুর্কী বিন আব্দুল্লাহ।
মায়াবী শহর লন্ডন। ব্রিটিশ বিত্ত-বৈভব আর গৌরবের কেন্দ্র হচ্ছে এই লন্ডন শহর। সেই মহানগরীর রাজপথে, শপিং মলের সামনে প্রায়ই কিছু সোনার গাড়ি দেখা যাচ্ছে।
পথে সোনার গাড়ি দেখে অনেকের মনে প্রশ্ন এই গাড়ির কনভয় কাদের। এসব গাড়ি দেখে সবাই এর ছবি তুলছেন। আবার সোস্যাল সাইটেও আপলোড করছেন।
সৌদি রাজকুমারে প্রাচুর্য দেখে চমকে উঠছে লন্ডনবাসি। এক খবরে জানা যায় ছুটি কাটাতে এসেছেন সৌদি প্রিন্স তুর্কী বিন আব্দুল আজিজ।
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রদেশের শাসক তিনি।
উল্লেখ্য ৪৪ বছর বয়স্ক প্রিন্স তুর্কী সৌখিন গাড়ির জন্য বিশ্বে পরিচিত। লন্ডনের রাস্তায় এবার সোনার গাড়ির বহর দেখিয়ে আত্মতুষ্টি উপলব্ধি করেছেন তিনি।

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন