Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

দুনিয়া কাঁপানো ধাঁধা : মিলিয়ে নিন সমাধান

১১ আগস্ট ২০১৬, ১৩:২১ | আপডেট:১১ আগস্ট ২০১৬ , ১৪:৪০
আসিফ আদিত্য
সিঙ্গাপুরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত পরীক্ষায় আসা একটি ধাঁধা বা বিশ্লেষণী গণিত সমস্যার উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছে পুরো দুনিয়া। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান থেকে বাংলাদেশের সব বয়সের পাঠকের জন্য গতকাল অনুবাদ করে দেওয়া হয়েছিল ধাঁধাটি। পাঠকের সুবিধার্থে মাস এবং চরিত্রগুলোর নাম ইচ্ছাকৃতভাবেই বাংলায় করে দেওয়া হয়েছে। আজ দেওয়া হলো ধাঁধার সমাধান। দেখুন তো আপনার বের করা উত্তরের সঙ্গে মিলেছে কি না?
বাউল ও লালন দুই বন্ধু। দুই বন্ধুর সঙ্গে পরিচয় হলো বাঁশির। এবার দুই বন্ধুই বাঁশির কাছে তার জন্মদিন কবে তা জানতে চাইল। এ নিয়ে রহস্য করল বাঁশি। সরাসরি না বলে ১০টি সম্ভাব্য উত্তর দিল সে, যার যেকোনো একদিন হচ্ছে তার জন্মদিন। দিনগুলো হচ্ছে—
সমাধান :
বাঁশির সম্ভাব্য ১০টি জন্ম তারিখ :
বৈশাখ ১৫, বৈশাখ ১৬ ও বৈশাখ ১৯
জৈষ্ঠ ১৭ ও জৈষ্ঠ ১৮
আষাঢ় ১৪ ও আষাঢ় ১৬
শ্রাবণ ১৪, শ্রাবণ ১৫ ও শ্রাবণ ১৭
অর্থাৎ
বৈশাখ ..........................১৫ ..............১৬..................................................১৯
জ্যৈষ্ঠ ...............................................................১৭ ...............১৮
আষাঢ় .............১৪..............................১৬
শ্রাবণ ..............১৪...........১৫................................১৭
বাঁশি, বাউলের কানে কানে বলে বৈশাখ, জৈষ্ঠ আষাঢ় অথবা শ্রাবণ (যেকোনো একটি)
লালনের কানে কানে বলে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ অথবা ১৯ (যেকোনো একটি )
এরপরের ঘটনাতে যাওয়া যাক, বাউল বলছে, ‘আমি বাঁশির জন্মদিন কবে তা জানি না, কিন্তু আমি এটা জানি, লালনও তা জানে না।’
প্রথম বাক্যে বোঝা গেল যে বাউল সঠিক জন্মদিন জানে না, কিন্তু দ্বিতীয় বাক্যে একটা সংকেত আছে, সংকেতটির কারণে লালন বুঝে গেল, বাঁশি বাউলকে যে মাসটি বলেছে তা কখনই বৈশাখ ও জৈষ্ঠ নয়, কারণ বাঁশি যদি লালনের কানে কানে ১৮ অথবা ১৯ বলত, তাহলে খুব সহজেই লালন বাঁশির জন্মদিন জেনে যেত, কারণটা সহজ, ১৮ ও ১৯ তারিখ শুধু একবারই মাসের সাথে এসেছে, (জৈষ্ঠ ও বৈশাখের সাথে)। সুতরাং বাঁশি যে মাসটি বাউলকে বলেছে তা অবশ্যই আষাঢ় বা শ্রাবণ।
এরপর লালন বলছে, প্রথমে আমি জানতাম না, কিন্তু এখন জানি। সঙ্গে সঙ্গে বাউলও বলে বসল, এখন কিন্তু আমিও জানি এবং বাউলও জানে, বৈশাখ ও জৈষ্ঠ বাদ। এবার আশা যাক বাদ-বাঁকি সম্ভাব্য তারিখগুলো, আষাঢ় ১৪ আষাঢ় ১৬, শ্রাবণ ১৪ শ্রাবণ ১৫ শ্রাবণ ১৭। ১৪ যেহেতু আষাঢ়-শ্রাবণ দুই মাসেই সুতরাং সহজেই সম্ভাব্য তালিকা থেকে বাদ যেতে পারে। একই যুক্তিতে ১৫ ও ১৭ বাদ, কারণ তারা একই মাসে আছে, তা শ্রাবণ মাস অর্থাৎ শ্রাবণ মাসও বাদ। বাঁকি থাকে শুধু
১৬ আষাঢ়।
উত্তর হচ্ছে বাঁশির জন্মদিন ১৬ আষাঢ়।
কি পাঠক, মিলেছে আপনার অনুমানের সঙ্গে?
Share it Please

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Copyright @ 2013 বৃষ্টি ওয়েব ম্যাগাজিন।. Designed by Templateism | Love for The Globe Press